উত্তর কাট্টলীর পোস্ট অফিস দীর্ঘদিন কর্ণেলহাটের একটি জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করছিল। সম্প্রতি কর্ণেলহাট হতে উত্তর কাট্টলী পোস্ট অফিস মোস্তফা হাকিম কলেজ ক্যম্পাসে স্থানান্তর করা হয়। কলেজ ক্যাম্পাসের পোস্ট অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। অতিথি ছিলেন মো. আব্দুল্লাহ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগ। এ সময় মনজুর আলম বলেন, বাংলাদেশ ডাকবিভাগের রয়েছে একটি ইতিহাস–ঐতিহ্য। এটি একটি রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এই সংস্থা। আর পোস্টাল কোড চালু হয় ১৯৮৬ সালে। ২০১৭ সালের একটি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশে বতর্মানে ডাকঘরের সংখ্যা ৯৮৮৬টি। চিঠি–পত্র পার্সেল আদান প্রদানের জন্য মানুষের আস্থার ঠিকানা আজও ডাকবিভাগ। উত্তর কাট্টলী ডাক বিভাগ এখানে বিনা ভাড়ায় আগামী দশ বছর তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। পোস্ট অফিস উদ্বোধন উপলক্ষে মনজুর আলম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান এবং পরে পৃথকভাবে মন্ত্রী বরাবর একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মজুমদার, মহিব্বুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












