মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২৭ মে

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুর্নর্মিলনী আগামী ২৭ মে শনিবার দিনবাপী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম গত শনিবার কলেজ মিলনায়তনে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি বলেন, ৩০ বছরে মোস্তফা হাকিম কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করে দেশবিদেশে অবদান রেখে যাচ্ছে তাদের স্মৃতিগুলো বর্তমান ছাত্রছাত্রীদের নিকট তুলে ধরতে হবে যাতে এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর আলোকিত মানুষ গড়ে ওঠে। তিনি সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক ড. বিকাশ কান্তি মজুমদার, আবু সগীর, মোহাম্মদ মহসীন, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, অসীম কুমার, ফারজানা, নাজিম উদ্দিন, সাজ্জাদুল আমিন চৌধুরী, এএসএম সায়েম, হারুনুর রশীদ, মো. সিরাজউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন