উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ভর করে। তারা যাতে নির্ভয়ে পরীক্ষার খাতায় তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেই পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের ভয়–ভীতি প্রদর্শন না করে নিজ নিজ সন্তানের ন্যায় তাদের যত্ন নিতে হবে। মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ন রাখতে শিক্ষকদের আরও আন্তরিক ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এম মনজুর আলম।
গতকাল সকালে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে শিক্ষকদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কলেজের কার্যক্রম, অনার্স, মাস্টার্স কোর্স, ডিগ্রি পাস কোর্স ও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, মোহাম্মদ আবু সগীর, তাহমিনা আকতার জুলি, রাশেদা খানম, ড. বিকাশ কান্তি মজুমদুর, অসীম চক্রবর্তী, ফারহানা নাজনীন, অজিত কুমার দত্ত, মোহাম্মদ সাজ্জাদুল আমিন প্রমুখ তাদের মতামত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












