উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র–ছাত্রীদের পুনর্মিলনী সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার কলেজ অডিটরিয়ামে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য সারওয়ার আলম।
সভায় প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের প্রধান সমন্বয়কারী মো. সিরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক ড. বিকাশ কান্তি মজুমদার, আবু সগীর, অসীম কুমার, প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এস এম সায়েম, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, বাবুল খান, টুনটু দাশ বিজয়, সুরাইয়া আক্তার লাভলী, আব্দুস সালাম, জাকারিয়া নিশাত। আরও উপস্থিত ছিলেন ইসকান্দর, জিয়াউদ্দিন, আলাউদ্দিন, আবুল কাশেম, কাউসার, রিপু, নিশাদ, মিনা, শামসেদ, লিও মহিউদ্দিন, সজীব, সাগর, সাজ্জাদ, সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।