মোস্তফা হাকিম কলেজের গভর্নিং বডির প্রথম সভা

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম কলেজের গভর্ণিং বডির ১ম সভা গতকাল শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এম.. তাহের, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোহাম্মদ ফারুক আজম, আবুল কালাম আজাদ, সাজেদা সুলতান, জানে আলম, . বিকাশ কান্তি মজুমদার, সামিয়া আক্তার ডলি, মোহাম্মদ আবু ছগীর।

কমিটির সদস্যসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর সভার কর্মসূচিসমূহ উপস্থাপন করেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম শিক্ষার মান ও গুণগত উৎকর্ষ সাধন, শিক্ষকদের সৃজনশীল পাঠদানের উপর জোর দেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাসহ শিক্ষার মান ও গুণ বৃদ্ধির বিষয়ে ছাত্রদের অনুপ্রাণিত করার আহ্বান জানান। যে সকল শিক্ষার্থী অত্র কলেজ থেকে ডিগ্রি অর্জন করে বেরিয়ে পড়বে তারা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বর্তমান কমিটি সচেষ্ট থেকে কলেজের সুনাম সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধ তৈরী কার্যক্রম পরিদর্শনে ডিসি
পরবর্তী নিবন্ধআবুল কাসেম দুলাল স্মৃতি পদক পাচ্ছেন ম. সাইফুল আলম