মোস্তফা-হাকিমের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

উত্তর কাট্টলী ও ফটিকছড়িতে

| রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল নগরীর উত্তর কাট্টলী ও ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ এলাকার গরিব অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে মনজুর আলম বলেন, দুস্থ মানুষগুলো যাতে ভালোভাবে সিয়াম সাধনা পালন করতে পারে সেই জন্য আমাদের এই উদ্যোগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু পুনঃনির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
পরবর্তী নিবন্ধমানবসেবায় এগিয়ে আসার আহ্বান