মোস্তফা মার্টের দ্বিতীয় আউটলেট মেরিডিয়ান কোহিনূর সিটিতে

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর মেরিডিয়ান কোহিনূর সিটিতে সিঙ্গাপুর ভিত্তিক মোস্তফা মার্ট বাংলাদেশ দ্বিতীয় আউটলেট শুরু করতে যাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি মেরিডিয়ান গ্রুপের হেড অফিসে আনুষ্ঠানিক সমঝোতার মাধ্যমে মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা ও সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের স্বত্বাধিকারী মুস্তাক আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্মতি প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর আকিব কামাল, সিইও শান্তনু বড়ুয়া এফসিএ, মেরিডিয়ান হোল্ডিংসের সিওও মোহাম্মদ ফাহিম, হেড অফ সেলস খুরশীদ আলম এবং মোস্তফা মার্টের ঊর্ধতন কর্মকর্তা ইথিরাসালু মুথাইয়্যা, মুহাম্মদ ইয়াসিন শাহুল হামীদ ও মোহাম্মদ নিয়াজ আহমেদ ভুঁইয়্যা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার ফলে চট্টগ্রামের মানুষ শহরের প্রাণকেন্দ্রে খুব সহজেই আন্তর্জাতিক মানের পণ্য ও আধুনিক কেনাকাটার সুবিধা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, সিঙ্গাপুর ভিত্তিক মোস্তফা সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান, মোস্তফা মার্চ ২০১২ সালে ঢাকায় তাদের প্রথম আউটলেট চালু করে। মোস্তফা মার্ট মেরিডিয়ান কোহিনুর সিটিতে আন্তর্জাতিক এবং স্বনামধন্য ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে তাদের প্রথম আউটলেটের যাত্রা শুরু করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশকিছু দেশে বর্তমানে তারা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চা রক্ষায় চারুশিল্পীদের সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা