শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ মোস্তফা কামাল পাশার স্মরণে গতকাল বিকাল ৩টায় চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মাওলানা এহছানুল হকের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার, শ্রমিক দল বিভাগীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি শ.ম জামাল, মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমদ, শ্রমিক দল মহানগর কমিটির সহ–সভাপতি এম. আর মঞ্জু, মহিলা শ্রমিক দল মহানগর কমিটির শাহনেওয়াজ চৌধুরী, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুর রহমান মজুমদার, উত্তর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, মোর্শেদুল আলম, মহানগর শ্রমিক দলের সহ–সভাপতি মো. সাইফুল, বিএনপি আলকরণ ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বকর সিদ্দিক, হালিশহর থানা শ্রমিক দলের সভাপতি মো. আলতাব হোসেন, আবদুল মান্নান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফরিদ, হাসিবুর রহমান বিপ্লব, মোহাম্মদ মনির, কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম সুজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












