মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন মো. মোস্তফা আনোয়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী মোস্তফা আনোয়ার ইনস্টিটিউট অব ব্যাংকার্সের (আইবিবি) একজন ডিপ্লোমেট এসোসিয়েট। ১৯৮৮ সালে জনতা ব্যাংকে যোগদান করে দীর্ঘ চাকরি জীবনে শাখা ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান এবং এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনোয়ার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার কাঠিরহাটে জন্মগ্রহণকারী মরহুম দলিলুর রহমানের ৬ষ্ঠ পুত্র এবং প্রাক্তন তথ্য সচিব দিদারুল আনোয়ারের ছোট ভাই। প্রেস বিজ্ঞপ্তি।