মোহাম্মদ আল আমিন জুনিয়র সেঞ্চুরি করেও আবাহনী লিমিটেডের বিপক্ষে নিজের দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে জেতাতে পারেননি। ছোটখাটো গড়নের অথচ শক্তি–সামর্থ্যবান ব্যাটারের শতরান বিফলে গেছে মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্স আর মোহাম্মদ মিঠুন, জিসান আলম, পারভেজ ইমন, নাজমুল শান্তদের ব্যাটিং নৈপুণ্যে। আল আমিনের শতরানে ২৬০ রানের মোটামুটি লড়াকু পুঁজি নিয়েও আবাহনীর সাথে পেরে উঠতে পারেনি রূপগঞ্জ টাইগার্স। গতকাল রোববার বিকেএসপি ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়ে জয়রথ সচল রেখেছে আবাহনী। যদিও অনবদ্য শতরানের ৮৯ বলে ১০৪ রান (১০ বাউন্ডারি ও ২ ছক্কা) সুবাদে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রূপগঞ্জ টাইগার্সের আল আমিনই। কিন্তু মাঠের সেরা পারফরমার ছিলেন আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। বল হাতে ৩৭ রানে ২ উইকেট দখলের পর ৪৭ রানের (৩৮ বলে ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে) হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন মোসাদ্দেক। এছাড়া ওপেনার জিসান আলম ৩৯, পারভেজ হোসেন ইমন ৪৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ ও মিডল অর্ডার মোহাম্মদ মিঠুন ৬০ রানের ইনিংস খেলে আবাহনীকে লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখেন। ১৫ বল আগেই জয় তুলে নেয় আকাশী–হলুদরা।