মোশাররফ করিম ‘চক্কর’ দেখাবেন ঈদে

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

এবারের রোজার ঈদে অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২আসছে। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আগেই, এবার শুধু মুক্তির জন্য আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে। পরিচালক জীবন গ্লিটজকে বলেন, মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি, শিগগিরই ঘোষণা আসবে। খবর বিডিনিউজের।

প্রচার কাজ কবে থেকে শুরু করা হবে জানতে চাইলে জীবন বলেন, আমাদের সিনেমা তো গল্পনির্ভর সিনেমা, এটাতে প্রচারণার জন্য খুব বেশি কনটেন্ট নেই। আমরা শেষের দিকে টানা প্রচারণা শুরু করব। এটা যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তথ্য মন্ত্রণালয় থেকেও সেন্সর হয়েছে।

অন্য সিনেমার ভিড়ে সিনেমাটি নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্মাতা জীবন। তিনি বলেন, প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প।

দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না। ‘চক্কর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। ২০২১২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’।

পূর্ববর্তী নিবন্ধযে কারণে দুই হাতে ঘড়ি পরেন অভিষেক
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ হওয়ার ১৩ বছর পর পাকিস্তানে দাদাবাড়িতে মালালা