মোশাররফের ‘বোহেমিয়ান ঘোড়া’ আসছে ৫ জুন

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

আট অভিনেত্রীকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে অভিনেতা মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজটি মুক্তি পাচ্ছে জুন মাসের ৫ তারিখ। কোরবানির ঈদকে ঘিরে সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ফেইসবুকে অফিশিয়াল পোস্টার প্রকাশ করে সিরিজটি মুক্তির খবর দিয়েছেন পরিচালক। খবর বাংলানিউজের।

তিনি লিখেছেন “অমিতাভ রেজা চৌধুরী ও মোশাররফ করিমের প্রথম যুগলবন্দি, আসছে তীব্র গতিতে, হর্ণ বাজিয়ে, ঘোড়ার মত ছুটে ‘বোহেমিয়ান ঘোড়া’। পোস্টারে একটা লাল গোলাপ হাতে ছুটে আসার ভঙ্গিতে দেখা গেছে মোশাররফ করিমকে; তার পেছনে আছেন আট অভিনেত্রী তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। কমেডি ঘরানার এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। একজন ট্রাক ড্রাইভার হয়ে তিনি আসছেন ‘বোহেমিয়ান ঘোড়ায়’, তার নাম আব্বাস। সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেছেন, অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটিই তার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক তাই এই সিরিজটি নিয়ে প্রত্যাশাও বেশি। দর্শক এখানে একদম নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।

সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুনা খানকে, আত্মবিশ্বাসী ও কঠোর মেজাজের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজে মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান হয়েছেন ছটফটে এক তরুণী। জুই করিম হাজির হচ্ছেন এক নতুন আঙ্গিকে। সংযমী ও অনুভূতিপূর্ণ চরিত্রে রয়েছেন ফারহানা হামিদ। আর সিরিজটির মাধ্যমে হইচইয়ে অভিষেক হচ্ছে অদিতি ও বৃষ্টির। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলায় সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে।

তার কথায় চরিত্রগুলো বৈচিত্র্যপূর্ণ, এবং অভিনয়শিল্পীরাও দুর্দান্ত কাজ করেছেন। অমিতাভ রেজা বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ ধরনের ‘রোড অ্যাডভেঞ্চার’ হলেও গল্পের ভেতরে আছে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা রং।

পূর্ববর্তী নিবন্ধনগরীর উন্নয়নে আবাসিক এলাকার নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধ৪ মাসের ব্যবধানে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা