মোশাররফকে প্রধান সমন্বয়ক করায় ইসিতে অভিযোগ বিএনপির

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটিতে জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যান করায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাকে অভিযোগ দেয়া হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক একরামুল করিম স্বাক্ষরিত অভিযোগপত্রটি গতকাল চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান ডা. মোহাম্মদুল হক জনি।
অভিযোগ পত্রে বলা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চসিক মেয়র নির্বাচনে বর্তমান সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যান করে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সংবাদ প্রচার করা হয়। যা সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগপত্রে সরকারি সুবিধাভোগী সকলকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআ. লীগে বিদ্রোহীদের দমাতে শেষ প্রচেষ্টা