মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের প্যানেল পরিচিতি সভা

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে সামনে রেখে মোরশেদকাদেরসাইফুদ্দিন পরিষদের প্যানেল পরিচিতি ও পরামর্শ সভা গতকাল বৃহস্পতিবার রাতে সোসাইটি অফিস সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোরশেদ আহমেদ।

স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১২টি পদে প্যানেল ঘোষণা করেছে মোরশেদকাদেরসাইফুদ্দিন পরিষদ। দি টিচাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট প্রত্যাশা করেছেন প্রার্থীরা। সভায় প্রার্থীরা স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন ও সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। জয়ী হলে সোসাইটিকে একটি গ্রিন ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।

এই প্যানেলে চেয়ার প্রতীকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোরশেদ আহমেদ মঞ্জু, দোয়াতকলম প্রতীকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুহাম্মদ সাইফুদ্দিন। সহসভাপতি পদে মোটর সাইকেল প্রতীকে ডা. গোলাম কাদের চৌধুরী, তালাচাবি প্রতীকে কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, আটটি সদস্য পদে রিক্সা প্রতীকে প্রকৌশলী আবুল কালাম আজদ, কম্পিউটার প্রতীকে আজাদ মঈনুদ্দীন, বৈদ্যুতিক পাখা প্রতীকে দিলশাদ আহমেদ, বই প্রতীকে এসএম জমির উদ্দীন, মোরগ প্রতীকে মোহাম্মদ জাহাঙ্গীর কবির, কলস প্রতীকে মামুনুল ইসলাম হুমায়ুন, ক্রিকেট ব্যাট প্রতীকে মো. মঈন উদ্দিন খান চৌধুরী এবং খেজুর গাছ প্রতীকে প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভায় অন্যান্যের মধ্যে সগীর চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, আলমগীর পারভেজ, নুর মোহাম্মদ, আলাউদ্দিন আলম, মুজিবুল হক সিদ্দিকী, মুহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আজমসহ সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধমেলায় বুকিং দিলে ৫ শতাংশ ডিসকাউন্ট