মোমিন রোডে ট্রান্সফরমারে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নগরীর মোমিন রোডের ডিসি হিলের দক্ষিণ পাশে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ট্রান্সফরমারে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়। এসময় ট্রান্সফরমার থেকে বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে গেলে পথচারীরে মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ট্রান্সফরমার থেকে শর্ট সার্কিট হচ্ছিল। বিষয়টি বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের জরুরি নম্বরে ফোনে জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি।
জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর কোতোয়ালী জোনের প্রকৌশলী কেনুয়ার হোসেন দৈনিক আজাদীকে বলেন, এই ধরনের ঘটনা স্বাভাবিক। বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। আমরা সাথে সাথে তারটি রিপেয়ার করে দিয়েছি। অনেকদিন ধরে সমস্যা হচ্ছিল কিংবা স্থানীয়রা অভিযোগ দিয়েছেন, বিষয়টি সঠিক নয়।

পূর্ববর্তী নিবন্ধভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার
পরবর্তী নিবন্ধগাড়ির ডকুমেন্ট হালনাগাদে বকেয়া আয়কর বিড়ম্বনা!