মোমিনুলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান বিসিবি সভাপতি পাপন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

তিনদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন আমি দোয়া করছি মোমিনুল যেন তাড়াতাড়ি ফর্মে ফিরে। কিন্তু পাপনের দোয়া কাজে আসেনি। ফর্মে ফিরেনি মোমিনুল। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৯ এবং শূন্য রানে আউট হয়েছেন মোমিনুল।
এরই মধ্যে ১৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মোমিনুল। জিতেছে তিনটিতে। আর হেরেছে ১২টি টেস্ট। দুটি টেস্ট ড্র হয়েছে। দলের পাশাপাশি মোমিনুলের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে উৎকণ্ঠিত টাইগার শিবির।
তাই মোমিনুলকে নিয়ে আলোচনা করতে চান বিসিবি সভাপতি। তিনি বলেন সামপ্রতিক সময়ে মোমিনুলের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা থাকলেও, অধিনায়কত্ব নিয়ে ভাবছে না বোর্ড। গতকাল শুক্রবার ম্যাচ শেষে মোমিনুলের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি। সামনে আরও আলোচনা করে সমস্যার বা সমাধান খোঁজার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস অনূর্ধ্ব -১৫ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্বল ইউনিয়ন চ্যাম্পিয়ন