মোমবাতি প্রতীকে নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব

গণসংযোগকালে জোট প্রার্থী এস এম শাহজাহান

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে এ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যদি মোমবাতি প্রতীকে নির্বাচিত হই তাহলে উপজেলার দীর্ঘদিনের সমস্যা অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি,কর্মমুখী শিক্ষা, মাদক নির্মূল, নারীশিশুর সুরক্ষা, কর্মসংস্থানসহ পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

তিনি গত শুক্রবার ইসলামী ছাত্রসেনার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালাবিবি মোড় থেকে র‌্যালি শেষে বৈরাগের চায়না সড়কে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ছাত্রনেতা মুফিজুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জহির উদ্দিন হেলাল। বক্তব্য রাখেন স.ম হামেদ হোসাইন, মাস্টার আবুল হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, ফেরদৌসুল আলম আলকাদেরী, ডি.আই. এম জাহাঙ্গীর, হাফেজ আব্দুর রহিম,মাওলানা ইদ্রিস, মনির আহমদ আনোয়ারী,মাস্টার ইয়াকুব,আহমদ নূর আলক্বাদেরী, ফিরোজ মিঞা, রফিক তৈয়্যবী,মোহাম্মদ নাজিম উদ্দীন, মোজাম্মেল হক,মাস্টার নূরুল ইসলাম, আরিফুল ইসলাম ইমন, সৈয়দ মোহাম্মদ তারেক, মোহাম্মদ মনির, মোহাম্মদ দেলোয়ারা, মোহাম্মদ ইফতেখার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের
পরবর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী ‘দিলীপ দাদার’ নির্দেশে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির : ডিবি