যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিশ্বের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে ‘অল সোলস ডে’ বা ‘মৃত আত্মার শান্তি কামনা দিবস’। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্যাথলিক খ্রিষ্টান সমপ্রদায়ের লোকজনের কবরগুলোতে মোমবাতি জ্বালিয়ে মৃত স্বজনদের স্মরণ করা হয়। মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
প্রার্থনায় সামিল হওয়া খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, মৃত স্বজনদের স্মরণে খ্রিষ্টান সমপ্রদায়ের লোকজন ২ নভেম্বর গির্জা ও সমাধিতে জড়ো হন। ফুল ও মোম জ্বালিয়ে প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মৃত আত্মাদের শান্তি কামনায় প্রার্থনা করেন। পাথরঘাটাস্থ জপমালা রানীর গীর্জায় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন চট্টগ্রাম আর্যডাইয়োসিসের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার। এছাড়া জপমালা রানীর গীর্জার পালপুরোহিত ফাদার রেগেন ক্লেমেন্ট কস্তা উপস্থিত ছিলেন। এই সময় খ্রিষ্টভক্তরা ভক্তি ও ভালোবাসা নিয়ে প্রার্থনা করেন।