মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে গত ৯ জানুয়ারি নগরীর ২নং গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যবস্থাপনায় ৪২নং ওয়ার্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
মহানগর আ.লীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিট আ.লীগের সভাপতি শাহীনুর আলম শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, খালেদ মোহাম্মদ বাবলু, জসিম উদ্দিন চৌধুরী. দীনবন্ধু দাশ, মাহফুজুর রহমান বাবুল, মো. নজরুল ইসলাম, বজল আহম্মদ, শহীদুল ইসলাম শহীদ,আনিসুর রহমান মানিক, নুরুল ইসলাম, মো. ইউসুফ আলী, মুরিদুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। করোনা মহামারীর সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণের বাজি রেখে মানুষের ত্রাণ সেবা দিয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসবে নেতাকর্মীরা মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে। তিনি শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।