মহেশখালীতে মা বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তার নাম মহিম উদ্দিন (২২)। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার ইউনিয়নের খোরসা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উক্ত গ্রামের মকবুল আহমদের পুত্র এবং মহেশখালী ডিগ্রী কলেজের ২১ সালের এইচএসসি পরীক্ষার্থী। পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানান, মহিম উদ্দিন মা-বাবার সাথে মোবাইল কিনে দেয়ার আবদার করে না পাওয়া সংক্রান্ত বিষয়ে রাগ ও অভিমান করেছিল। সোমবার দিবাগত রাতে সে নিজ রুমে যথারীতি ঘুমোতে যায়। গতকাল মঙ্গলবার সকালে মা বাবা তার রুমে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী লোকজনসহ দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ছেলেকে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পায় বলে জানান।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।