মোবাইল ট্যাব পেয়ে উচ্ছ্বসিত বোয়ালখালীর শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর উপহার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মোবাইল ট্যাব পেল বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােেনর মেধাবী শিক্ষার্থীরা।এ উপলক্ষে উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, পরিসংখ্যান অফিসার মো. মোমেন খানসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। পরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১২টি করে এবং ১২টি মাদ্রাসার প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬টি করে সর্বমোট ৪৩২টি মোবাইল ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব ট্যাব হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করতে দেখা গেছে। এর জন্য প্রধানমন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। অতিথিরা বলেন, সরকার বিনামূল্যে এসব ট্যাব তুলে দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের হাতে তারা যেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ছাত্রলীগের কমিটি গঠনের পরদিন তিন নেতার পদত্যাগ