মোবাইল ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে মোবাইল ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পলোগ্রাউন্ড মাঠের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে ঘটনাস্থলে একত্রিত হয়ে পরিকল্পনা করে।

এরপর পরিকল্পনা অনুযায়ী তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। একটি গ্রুপ চলে যায় টাইগারপাস মোড়, একটি গ্রুপ লালখান বাজার মোড়, একটি গ্রুপ নিউমার্কেট মোড় ও অপর গ্রুপটি চলে যায় আন্দরকিল্লা মোড় এলাকায়। এরপর তারা বাসে মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করে জানালা দিয়ে সেকেন্ডেই মোবাইল নিয়ে মানুষের ভিড়ে মিশে যায়। জিজ্ঞাসাবাদে আসামিরা সবাই পেশাদার ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করে।

গ্রেপ্তাররা হল আব্দুল কুদ্দুস রুবেল (২৮), মো. আব্দুল রাজ্জাক (২৮), মো. সাদ্দাম হোসেন (৩০), নুর নেওয়াজ (১৯), মো. শুক্কুর প্রকাশ মেহের (২২), মো. রায়হান প্রকাশ লালু (২০), মো. আলাউদ্দিন (২৭) ও মো. অপু (২১)

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই গড়তে হবে আলোকিত মানুষ
পরবর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ঈদ উপহার বিতরণ