মোবাইল চুরির অভিযোগে নগরের সদরঘাটে বিক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। গত রবিবার রাত ১১টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার রেললাইনের পাশে এসআরবি রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনির শিকার দুই যুবক হলেন মো. শরীফ (৩০) এবং ইমরান (২২)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, গত ২৬ অক্টোবর শনিবার এই দুই যুবক রশিদ বিল্ডিং–এর সামনে থেকে একজনকে ছুরি মেরে ছিনতাই করে।
পরে গত রবিবার স্থানীয় পেট্রোল পাম্পের পিছনে স্থানীয়রা তাদের গণপিটুনি দেন।
সদরঘাট থানা পুলিশ জানায়, মোবাইল ছিনতাই করার সময় রাত পৌনে ১১টার দিতে স্থানীয় জনগণ তাদের গণপিটুনি দিয়েছেন। পরে চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।