মোবাইল চুরির অভিযোগে হোটেল বয়কে আলকাতরা ও মাথা ন্যাড়া করে ঘুরানো হলো সড়কে

অমানবিক

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় মোবাইল চুরির অভিযোগে এক হোটেল বয়কে মাথা ন্যাড়া করে গায়ে আলকাতরা মাখিয়ে সড়কে ঘুরানো হয়েছে। ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় টানেল সড়কের একটি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। পরে রাত ৮ টায় ওই হোটেল মালিক মাসুদ আলমকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হোটেল মালিকের অভিযোগ ৫ দিন আগে বয় হিসেবে চাকরি করতে এসে দুইটি মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই হোটেল বয়। এ ঘটনার ৫ দিনপর গতকাল বিকেল ৪ টায় চট্টগ্রাম শহরের দেওয়ান হাট এলাকার একটি হোটেল থেকে ওই বয়কে ধরে এনে এ কাণ্ড ঘটানো হয়।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয় বলে জানান হোটেল মালিক মাসুদ। তিনি বলেন, পরে তার শরীরে আলকাতরা মেখে মাথা সামান্য করে ন্যাড়া করা হয়। এ সময় স্থানীয়রা চোরকে বেশি মারধর করতে চাইলে আমি তাকে ছেড়ে দিই। তিনি চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও দেখে ঘটনাটিকে অমানবিক বলে মন্তব্য করছেন সাধারণ মানুষ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক মাসুদ আলমকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোবাইল চুরির ঘটনার সত্যতা কতটুকু সেটিও পুলিশ তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্দর এলাকায় একমাসের জন্য সভা-সমাবেশ বন্ধ