কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনি ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রহিম উল্লাহর ছেলে। গতকাল রবিবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকালে নজিমুল্লাহর বিরুদ্ধে একই এলাকার ফজল করিমের বাসার কেয়ারটেকার রোহিঙ্গা সাদেক হোসেন তার মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে। এসময় নজিমুল্লাহকে সাদেক হোসেনসহ কয়েকজন গণপিটুনি দেয়। এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে নজিমুল্লাহর বুকে আঘাত করে রোহিঙ্গা সাদেক। এতে নজিমুল্লাহ গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা সিফাত বলেন, ‘মারধর ও ছুরিকাঘাতে জখম হওয়া ওই যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের ডানপাশে ছুরির আঘাত রয়েছে।’
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’












