ঘরের ভেতর বৈদ্যুতিক লাইনে লাগানো ছিল মোবাইল চার্জার। হঠাৎ চার্জার ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। সে আগুনে দুই পরিবারের ২টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকালে মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মরগাং গ্রামের ওলি মার্কেট এলাকায় চৌকিদার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছকিনা বেগম ও নুর উদ্দিনের পরিবার। নুর উদ্দিন জানান, ঘটনার সময় সে বাড়ির বাইরে ছিল। মুঠোফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে আছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওচমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন মাস্টার বলেন, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিচ্ছি, ঘটনাস্থল পরিদর্শন করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।