মোবাইল ও সিরিয়ালে আসক্তির গল্পে ‘আবির্ভাব’

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

মায়া শিক্ষিত মেয়ে হয়েও বই পড়তে পছন্দ করে না। বইয়ের চেয়ে মোবাইল ফোন ও টিভি সিরিয়ালের প্রতি তার আসক্তি বেশি। মায়ার স্বামী রাতুল তার বউয়ের এ স্বভাব একদম পছন্দ করে না। সে চায় তাকে শুধরাতে। খবর বাংলানিউজের। এরইমধ্যে মায়া সন্তানসম্ভবা হয়। তখন গ্রাম থেকে রাতুলের মা বউমার প্রতি খেয়াল রাখতে শহরে আসে। মায়ার শাশুড়ি তার বউমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে চায়। সে ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি তাকে মানবিক মূল্যবোধের চর্চার চেষ্টা করে। কিন্তু মায়া এসব অনুশাসন মেনে চললেও মন থেকে একদমই পছন্দ করে না। শাশুড়িকে জব্দ করতে একদিন দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর বিকালে ফোন ঘাটতে ঘাটতে নিজেই ঘুমিয়ে পড়লে দুঃস্বপ্ন দেখে।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘অনাদি কালের হৃদয়-উৎস হতে’
পরবর্তী নিবন্ধমুক্তি পেল নতুন বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’