মোপলেসের স্মরণানুষ্ঠান

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

মোরাপত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রামের উদ্যোগে বিজয় ৭১ হল মিলনায়তনে দুই বরেণ্য ব্যক্তি ড. গাজী সালেহ উদ্দিন ও শিল্পী ফকির আলমগীরকে নিবেদিত স্মরণানুষ্ঠান গত ৭ জুলাই অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও তপন কান্তি সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্ত্তী।

উদ্বোধক ছিলেন খেলাঘর মহানগরীর সহ-সভাপতি আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন সমাজসেবক আর. কে দাশ রূপু। আলোচক ছিলেন ডা. আর কে রুবেল, কাঞ্চন দত্ত, দুলাল বড়ুয়া, অনুপ পালিত রাসু, আসিফ ইকবাল, ওচমান জাহাঙ্গীর, দিলীপ সেন গুপ্ত, কানুরাম দে, নিলয় দে, ইমরান সোহেল প্রমুখ।

বক্তারা বলেন , ডা. গাজী সালেহ উদ্দিন ও ফকির আলমগীর দুজনই গুণী ব্যক্তি ছিলেন। তারা সত্যিকার দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি তারা দু’জনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন জাসদ ফোরামের স্মরণসভা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বোয়ালখালীর তিন হাজার পরিবার