মোরাপত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গত ২৮ জুলাই মোমিন রোডস্থ বিজয় ৭১ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও তপন কান্তি সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডা. আর কে রুবেল। উদ্বোধক ছিলেন কবি আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন জেএসপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কবি তারকনাথ দত্ত। আলোচক ছিলেন ছিলেন ডা. কিরণ শর্মা, বিজয় দাশ , অনুপ পালিত রাসু, লিটন কুমার চৌধুরী, আসিফ ইকবাল, ওচমান জাহাঙ্গীর, সোহেল তাজ, অনিক চক্রবর্ত্তী, রতন ঘোষ, প্রীতম পাল, জয়রাজ চৌধুরী, দিলীপ সেন গুপ্ত, নিলয় দে। উপস্থিত ছিলেন তরুণ বিশ্বাস অরুন, অরুন পালিত বাসু, শাহ নুরুল আলম, অচিন্ত্য কুমার দাশ, নারায়ণ দাশ, কানুরাম দে, বনবিহারী চক্রবর্ত্তী, প্রণব চক্রবর্ত্তী, আন্না দত্ত, সোমা দত্ত, হীরা দত্ত, পিংকি দাশ, পুনম দত্ত। প্রধান অতিথি বলেন, মোপলেস প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছে।
শিশু কিশোর চিত্রাংকন ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা, স্মরণসভা সহ জাতীয় দিবসে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।