মোদের প্রাণ মো. আকিব বিন ওয়াহিদ | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ (৩২,২৮৮) শেখ রাসেল স্বপ্ন মোদের রাসেল মোদের ভাই, ঘাতকরা মেরেছে তাকে তাই এখন নাই। তারপরও রাসেল আছে মোদের মনে–প্রাণে, শেখ রাসেল অমর তুমি সারা বাংলা জানে। তোমার জন্য মনটা কাঁদে কেমনে গাইব গান? তারপরও জানি মোরা তুমিই মোদের মন–প্রাণ।