মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব বিরোধীদের

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১১:১৩ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধীদলগুলোর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। কংগ্রেস পার্টির এমপি গৌরব গগৈ এই বিতর্কের সূচনা করেন। বিরোধীদলগুলোর পক্ষ থেকে তিনিই ২৬ জুলাই প্রস্তাবটি এনেছিলেন। বৃহস্পতিবার বিতর্ক শেষে লোকসভার সদস্যরা প্রস্তাবটির ওপর ভোট দেবেন বলে জানিয়েছে বিবিসি। তবে ভারতের পার্লামেন্টে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটাভুটিতে মোদী সরকার হারবে না বলেই ধরে নেওয়া যায়। খবর বিডিনিউজের।

কিন্তু বিরোধী নেতারা বলছেন, বিতর্ক মণিপুর রাজ্যে চলমান জাতিগত দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে মুখ খুলতে বাধ্য করবে। লোকসভায় গগৈ বলেন, মণিপুরের বিষয়ে মোদীর নীরবতা ভাঙতে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে। মোদী এখনও দাঙ্গা কবলিত রাজ্যটি পরিদর্শন করতে যাননি কেন, সে প্রশ্ন তুলেছেন তিনি, জানিয়েছে বিবিসি। ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশন ২০ জুলাই থেকে শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীরা মণিপুরের সহিংসতা নিয়ে মোদীর বিবৃতির দাবি করতে থাকে। এই নিয়ে বিরোধীদের প্রতিবাদের মুখে বারবার অধিবেশন বিঘ্নিত হয়। মে মাসের প্রথমদিক থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ জাতি মেইতেইদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সংঘর্ষ চলছে।

পূর্ববর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বানের পানির স্রোতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার