মোদী-শাহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার

| রবিবার , ১১ মে, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

সংঘাত আর না বাড়িয়ে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন বাংলাদেশের সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার এক বার্তায় তাদের প্রশংসার পাশাপাশি যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য দূর করতে কূটনৈতিক উপায়ে সহযোগিতা অব্যাহত রাখবে।

যুদ্ধবিরতির খবর সবার আগে আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্পের পর অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান, ট্রাম্পের মধ্যস্থতা