মোদী ট্রাম্পকে ফোন না করায় বাণিজ্য চুক্তি ‘থমকে গেছে’

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটি পিছিয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ট্রাম্পকে ফোন করে আলোচনাধীন চুক্তিটি চূড়ান্ত করার কথা ছিল মোদীর, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। লুটনিক গতকাল শুক্রবার এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। খবর বিডিনিউজের।

দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা গত বছর ভেস্তে যাওয়ার পর ট্রাম্প অগাস্টে ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০% করেন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই শুল্কের মধ্যে ২৫ শতাংশই দেওয়া হয়েছে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায়। সব প্রস্তুতি সম্পন্ন ছিল, আর চুক্তি চূড়ান্ত করতে মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতেই হতো। কিন্তু তারা তা করতে অস্বস্তি বোধ করে। তাই মোদী ফোন করেননি, ব্যবসা ও প্রযুক্তি বিষয়ে চার ভেঞ্চার ক্যাপিটালিস্টের পডকাস্ট ‘অলইনে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন লুটনিক। চলতি সপ্তাহে ট্রাম্প আলোচনার চাপ বাড়িয়ে রাশিয়ার তেল আমদানি না কমালে ভারতের ওপর শুল্ক আরও বাড়বে এমন সতর্কবার্তা দেওয়ার পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর এ মন্তব্য এল।ওয়াশিংটনের এ সতর্কবার্তার পর ভারতীয় রুপির রেকর্ড দরপতনের খবর পাওয়া গেছে, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি দেখতে মুখিয়ে আছেন। ভারত এখনও এমন একটি শুল্ক হার চাইছে যা ওয়াশিংটন ব্রিটেন ও ভিয়েতনামের জন্য ধার্য করেছে, আগে এ বিষয়ে সমঝোতা হলেও ওই প্রস্তাবের মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে, বলেছেন লুটনিক। মার্কিন মন্ত্রীর এ মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া চেয়ে রয়টার্স ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে ইমেইল পাঠালেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জবাব মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধনিউ জিল্যান্ডের দুর্গম সৈকতে আটকা পড়া ৬ তিমির মৃত্যু
পরবর্তী নিবন্ধইরানে বিক্ষোভ তীব্র, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন