মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প, বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্যে বাধাগুলো সমাধান করতে আলোচনা চালিয়ে যাচ্ছে আর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। এতে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা বিরোধের পর একটি চুক্তির আশা জাগছে বলে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

ট্রাম্প স্পষ্ট সুর পরিবর্তন করে বলেছেন, তিনি মোদীর সঙ্গে আসছে সপ্তাহগুলোতে কথা বলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত ৬১
পরবর্তী নিবন্ধস্থল অভিযানের আগে গাজা সিটি সম্পূর্ণ খালি করার নির্দেশ ইসরায়েলের