মোদীর জন্মদিনে ২ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট ভারতে

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে গতকাল শুক্রবার দেশজুড়ে ২ কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত এক কোটি ডোজ টিকা দেওয়াও হয়ে গেছে বলে উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এ নিয়ে চলতি মাসে চতুর্থ দিন ভারতে এক কোটি বা এর এর বেশি ডোজ টিকা দিতে পারল। এখন প্রতি মিনিটে ৪২ হাজার, প্রতি সেকেন্ড ৭০০ ডোজ টিকা দিচ্ছি, শুক্রবারের টিকাদান কর্মসূচির পরিস্থিতি নিয়ে টুইটারে এমনটাই বলেন ভারতের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান আরএস শর্মা। খবর বাংলানিউজের।
মোদীর জন্মদিন উপলক্ষে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি যে ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে শুক্রবার ২ কোটি মানুষকে টিকা দেওয়াই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। চলুন ভ্যাকসিনসেবা করি এবং যারা নেয়নি তাদের টিকার ডোজ দিয়ে জন্মদিনে তাকে (মোদী)উপহার দিই, বৃহস্পতিবার টুইটারে এমন আহ্বান জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া। আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার ২ কোটি টিকা দেওয়ার লক্ষ্য পূরণে বিজেপি ৮ লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণও দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে গেল ৪ প্রাণ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ভারতে পুলিশের ভাই গ্রেপ্তার