ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমপ্রতি বিবিসির তৈরি করা একটি তথ্যচিত্র দেখতে জড়ো হওয়া শিক্ষার্থীদের ধরপাকড় করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটি দেখানোর আগে সেখান থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই শিক্ষার্থীরা তথ্যচিত্রটি দেখানোর উদ্যোগ নিয়েছিল।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা রাস্তায় হট্টগোল সৃষ্টি করছে’ এবং তাদের এই শো আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের। বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর নাজমা আখতার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টাকারী কেউ ছাড় পাবে না। গত সপ্তাহে মুক্তি পাওয়া ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন নামের তথ্যচিত্রটিকে বিতর্কিত কাহিনী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বানানো অপপ্রচার বলে অ্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখানো ও শেয়ার করা বন্ধ করে দিয়েছে ভারত।
এর আগে মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটির প্রদর্শনীতে বিঘ্ন ঘটিয়েছিল সরকার সমর্থিত ছাত্র সংগঠনগুলোর সদস্যরা।