মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি দেয়ায় জিডি

লোহাগাড়া ও সাতকানিয়া

লোহাগাড়া ও সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ (লোহাগাড়াসাতকানিয়া আংশিক) আসনে সমর্থকদের হুমকিধমকি দেয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব। গতকাল শনিবার লোহাগাড়া ও সাতকানিয়া থানায় পৃথক এই জিডি করা হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। সাধারণ ডায়েরিতে এম এ মোতালেব বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকালে নিয়মানুযায়ী আমাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা সংযুক্ত করতে হয়। উক্ত তালিকা থেকে দ্বৈবচয়নের (এলোপাথাড়ি) ভিত্তিতে নির্বাচন কমিশনার যখন যাচাইবাছাই করতে যায় তখন আমার পক্ষে স্বাক্ষর দেয়া ব্যক্তিদের স্বস্থানে পাওয়া যায়নি। আবার কেউ কেউ স্বাক্ষর অস্বীকার করেন। এই ঘটনার প্রেক্ষিতে খোঁজখবর নিয়ে জানতে পারি প্রতিপক্ষ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুউদ্দিন নদভীর লোকজন আমার পক্ষে স্বাক্ষর দেয়া লোকদের হুমকিধমকি দিয়েছেন। প্রাণনাশের হুমকি দেয়ার কারণে অনেকে এখন পালিয়ে বেড়াচ্ছে। অনেকে মোবাইলও বন্ধ করে রেখেছেন। এমতাবস্থায় ভবিষ্যতে আমার নির্বাচনী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা বিবেচনায় এই বিষয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছি। এছাড়া ভবিষ্যতে এইরূপ কোন ঘটনা ঘটালে অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জিডিতে উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।

পূর্ববর্তী নিবন্ধবরকল এস জেড উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন
পরবর্তী নিবন্ধশিক্ষাথীদের সুপ্ত প্রতিভা বিকাশে লিয়াকত স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে