মোটর রিকশা দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরী হওয়ায় তা অর্থনীতিবান্ধব। সিএনজিচালিত অটোরিকশা ভারত হতে আমদানি করতে শত কোটি টাকা খরচ হয়, আবার সিন্ডিকেট হওয়ার কারণে তিন লাখ টাকার গাড়ি ২৫/২৫ লাখে বিক্রি করে একটি অসাধু চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। মোটর রিকশাকে নিয়মের আওতায় আনতে হবে। তাদের চালকদেরকে লাইসেন্সের আওতায় আনতে হবে। তবেই তারা শৃঙ্খলিত হবে। মোটর রিকশা নিয়ে কিছু দিন পুলিশ ঝামেলা করে, কিছু দিন প্রশাসন ঝামেলা করে, কিছু দিন বিআরটিএ ঝামেলা করে, তাদের সমস্যা কোথায়? এটি বন্ধ করতে যারা চাই তারা অসাধু এবং ভারতের স্বার্থে কাজ করছে। তাই দেশীয় প্রযুক্তিকে ডেভলভ করে মোটর রিকশাকে যুগের ও আইনের উপযোগী করে তুলুন।
মো: কাউসার ফারুক
বোয়ালখালী,
চট্টগ্রাম।