যাতায়াতের দ্রুত বাহন মোটর সাইকেল। ক্ষুদ্র এ বাহন দ্রুত গতিতে খুব সহজে গন্তব্যে পৌঁছাতে পারে। তরুণ ও যুবকদের পছন্দের মধ্যে অনেকেরই শখের মোটরসাইকেল চালানোর স্বপ্ন থাকে। কারো স্বপ্ন পূরণ হলেও আবার অনেক তরুণের স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। বহু শিক্ষিত যুবকদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থাকলেও লক্ষ্যানুযায়ী চাকরি না হওয়ায় বেকারত্ব দূরীকরণের বেঁচে নিচ্ছে অর্থ উপার্জন নির্ভর পাঠাও নামে শখের বাইকের মাধ্যমে ভাড়ায় চালিয়ে যাত্রী সেবা দিয়ে থাকেন। দেশব্যাপী অসংখ্য বেকার যুবকের কর্মের আশ্রয় স্থলের নির্ভর ঠিকানা নিজেদের জড়িয়ে মোটরসাইকেলে পাঠাও ভাড়ায়। যাত্রীদের কাছেও পাঠাও ভাড়া বেশ কদরও রয়েছে সময় সাশ্রয়ের এ গাড়ি। উঠতি বয়সী যুবকেরা এই শখের মোটরসাইকেল অনিয়ন্ত্রিত ও লাইসেন্সবিহীন চালাতে গিয়ে এবং তাদের শ্রেষ্ঠত্ব দেখাতে গিয়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হচ্ছে। অনেক আরোহী দুর্ঘটনাস্থলে পঙ্গুত্ব হয়ে হাত পা হারাচ্ছে কেউ কেউ বাঁচার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেও মৃত্যুর কাছে হার মানছে। এ সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অসময়ে কত তরুণ ও যুবকের প্রাণ। মুহূর্তের মধ্য আরোহী ও পরিবারের স্বপ্ন ভেঙে যাচ্ছে। চালকের অনভিজ্ঞতা ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। অনিয়ম প্রতিযোগিতার মতো অভারটেকিং ও বেপরোয়া ড্রাইভিং যে কোন মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। সড়ক দুর্ঘটনার প্রথম সারিতে রয়েছে উঠতি বয়সী তরুণ ও যুবকেরা। সড়ক দুর্ঘটনা এড়াতে শুধু নিরাপদ সড়ক নয় ট্রাফিক আইন মেনে চলা নিয়ম মেনে মোটরসাইকেল ড্রাইভিং করলে মোটরসাইকেল দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।