মোটরসাইকেল কেনার তিনদিনের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তারেক হোসেন(২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতলস্থ ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার আবুল হাসেম এর পুত্র।
স্থানীয়রা জানান, তিনদিন আগে তারেক মোটর সাইকেলটি ক্রয় করেন। বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বের হলে শ্যামলী পরিবহণের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হক।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ইউএনওর সরকারি ফোন নাম্বার ক্লোন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রায় ৮ হাজার কয়েদি পাবেন ফাইজারের টিকা