খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য নিজেই অপহরণের ঘটনা সাজিয়েছিল এক কলেজছাত্র। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরে তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মো. মুরাদ হোসেন (১৯) দীঘিনালা কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। পরে পরিবারের কাছে ফোন করে অপহরণের দাবি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেন এবং একই সঙ্গে দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই কলেজছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে মুরাদ হোসেন স্বীকার করে মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য সে নিজেই অপহরণের ঘটনাটি সাজিয়েছিল। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি রাঙামাটি জেলার সাজেক এলাকার বাঘাইহাট গ্রামে।












