জাপানে প্রতিবছরই মাছের বাজারে নিলাম আয়োজন করা হয়। চলতি বছর এই নিলামে ঝড় তুলেছে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। এক নয়, দুই নয়, পুরো ১৩ লাখ ডলারে (২০ কোটি ৭০ লাখ ইয়েন) বিক্রি হয়েছে এই মাছ। মাছটির ওজন ২৭৬ কেজি (৬০৮ পাউন্ড)। আকৃতি এবং ওজনে এ মাছ একটি মোটরসাইকেলের সমান বলা যায়। জাপানের রাজধানী টোকিওর জিনজা ওনোদেরা সুশি রেস্তোঁরা চেইন টুনা মাছটি এই দামে কিনেছে। টোকিওয় তোয়ুসু মাছের বাজারে নতুন বছরের বার্ষিক নিলামে এটিই কোনও মাছ কেনার জন্য দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে ২০১৯ সালে এর চেয়ে বেশি দামে একটি ব্লুফিন টুনা মাছ বিক্রি হয়। সেটি কিনেছিলেন জাপানের বিখ্যাত সুশি জানমাই চেইন রেস্তোরার মালিক ও স্বঘোষিত ‘টুনা কিং’ কিয়োশি কিমুরা। সেই মাছটির ওজন ছিল ২৭৮ কেজি। দাম ছিল ৩৩ কোটি ৩৬ লাখ ইয়েন। খবর বিডিনিউজের।
জাপানজুড়ে জানমাই রেস্তোঁরার অনেক শাখা আছে। তবে ওই বছরের পর থেকে ওনোদেরাই সবচেয়ে দামি মাছটি কিনে আসছে। গত বছর ১১ কোটি ৪০ লাখ ইয়েনে সবচেয়ে বড় টুনা কিনেছিল ওনোদেরা গ্রুপ। এ বছর আরও বেশি দামে মাছ কিনে গণমাধ্যমে সাড়া ফেলেছে কোম্পানিটি।