বাঁশখালীর সাধনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহমিনা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় এস আলম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গ্রাম পুলিশ বশির আহমদ জানান, তাহমিনা তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নিজেদের পুরাতন বাড়ি থেকে সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকার নতুন বাড়িতে যাচ্ছিলেন। পথে বাঁশখালী প্রধান সড়কের সাহেবের হাটের দক্ষিণে চারা বটতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এস আলম পরিবহনের বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাহমিনা সড়ক ছিটকে পড়লে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।












