বন্ধুর সাথে কক্সবাজার ভ্রমণে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন রিন্তা চাকমা (২৪) নামের এক যুবতী। চট্টগ্রাম–কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। রিন্তা চাকমা খাগড়াছড়ি জেলার সদর উপজেলার মধ্যম বেগ চড়ি এলাকার শান্তি প্রিয় চাকমার কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার বন্ধুও। বুধবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কঙবাজারে উদ্দেশ্যে বের হয় রিন্তা চাকমা ও তার বন্ধু। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের পটিয়া–চন্দনাইশ সীমান্তবর্তী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (খাগড়াছড়ি ল–১১–৯৯) পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় তারা দু’জনই মোটরসাইকেল নিয়ে রাস্তায় ছিঁটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেলে নিয়ে গেলে হলে রিন্তা চাকমাকে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও ঘাতক কাভার্ডভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় হাইওয়ে থানার একজন এসআই বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।