মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আইসিইউতে নববধূ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

বিয়ের পরদিন স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়ে ঘটে এ ঘটনা | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

বিয়ের পরদিন স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন প্রবাসফেরত এক যুবক। তবে তাদের আনন্দময় যাত্রা শেষ পর্যন্ত পরিণত হয় ভয়াবহ দুর্ঘটনায়। পথে চলন্ত মোটরসাইকেলে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে স্বামীস্ত্রী দুজনই আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নববধূর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত দম্পতি হলেন, মো. সানাউল্লাহর (২৬) ও ইপসানা বেগম (২০)। সানাউল্লাহ উপজেলার পারুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বলির বাড়ির মো. জহির আহমেদের ছেলে এবং তার স্ত্রী ইপসানা উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মো. হাসানের মেয়ে। গত সোমবার তাদের বিয়ে হয়। গত মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের সৈয়দ বাড়ির হরিণ গেট এলাকায় এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন। তিনি বলেন, সৌদিয়াপ্রবাসী স্বামী সানাউল্লাহ তার নববধূকে নিয়ে কাপ্তাই ঘুরতে যাচ্ছিলেন। পরিকল্পনা ছিলো, একটি ভালো রেস্টুরেন্টে খাবেন তারা। আগেরদিন আকদ শেষে স্ত্রীকে বাড়ি এনেছিলেন স্বামী। যাওয়ার পথে কাপ্তাই সড়কের হরিণ গেট এলাকায় গেলে মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে তার স্ত্রীর বোরকার ওড়না পেঁচিয়ে যায়। এতে গাড়ি থেকে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দম্পতির স্বজন মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, তারা দুজনে মোটরসাইকেলে কাপ্তাই বেড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে সানাউল্লাহ আহত হলেও তা খুব বেশি গুরুতর নয়। তবে চাকার সঙ্গে তার স্ত্রীর বোরকা পেঁচিয়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। তাই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, বিয়ের একদিন পর নববধূকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনার বিষয়ে জেনেছি। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য কোন আসনে কত
পরবর্তী নিবন্ধসিআরবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল