রাউজানের বিনাজুরী কাগতিয়া বাজারে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে মোটরসাইকেল করে আসা দুর্বৃত্তরা বাজারের দক্ষিণ পার্শ্বের অশ্বত গাছের পাশে থাকা রাজিব চৌধুরীর দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর তারা পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতংক সৃষ্টি করে কিছুক্ষণ পর চলে যায় বলে জানা গেছে। মুদি দোকান ও ঠিকাদারী ব্যবসায় জড়িত রাজিব চৌধুরী ঘটনা স্বীকার করে বলেছেন, গত কয়েকদিন ধরে একটি মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ধারণা করা হচ্ছে, আমার কাছ থেকে সাড়া না পেয়ে ভয় দেখাতে তারা আমার দোকানের সামনে এসে গুলি ছুড়েছে। এ সময় আমি ভয়ে ফ্লোরে লুটিয়ে পড়েছিলাম। এ বিষয়ে জানতে রাউজান থানার ওসি’র মোবাইলে কল করলে তিনি সাড়া দেননি।