মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল মজিদ (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দরবেশহাট ডিসি সড়কের হালিশ্যার ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুজিবুর রহমান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ার মৃত ছালেহ আহমদের পুত্র ও ৪ সন্তানের জনক। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজ শেষে পাঁয়ে হেটে বাড়ি ফিরছিলেন মুজিবুর রহমান। ঘটনাস্থলে বটতলী স্টেশনমুখি একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএলিয়েন দ্বীপ সুকাত্রা
পরবর্তী নিবন্ধবিশ্ব রানী মল্লিক