মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন হিম্মত মুহুরী বাড়ির সামনে চট্টগ্রামনাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল উল্লেখিত স্থানে ফটিকছড়ি উপজেলার উত্তর খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা খায়রুল বশরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ও মোটরসাইকেল চালক ফাহাদকে (১৬) হাইওয়ে থানায় নিয়ে যায়। নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের টিএসআই আসাদ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের যুগ পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহ্যাপি স্ট্রিট, সড়ক হয়ে গেল শিশুদের খেলার মাঠ