মোটরসাইকেলের টুলবক্সে ইয়াবা, পাঁচ হাজার পিস উদ্ধার, গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

মোটরসাইকেলের টুলবক্সে করে ৫ হাজার পিস ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত মোটর সাইকেল। গ্রেপ্তারকৃতরা হলেন, কঙবাজারের উখিয়া থানার ডোয়াপালং এলাকার ইসমাঈল হোসেনের পুত্র ওসমান গণি (২২) ও একই থানার টেংখালী এলাকার মৃত বদিউল আলমের পুত্র মো. রিদুয়ান (২২)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে একটি মোটর সাইকেলে তল্লাশি করা হয়। এ সময় মোটর সাইকেলের টুলবঙে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো ৬০ হাজার টাকার বিনিময়ে কঙবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১২ লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগুয়ান্তানামো বন্দির বর্ণনায় সিআইএর ভয়াবহ নির্যাতন কাহিনী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আ. লীগের বর্ধিত সভা