লোহাগাড়ার চুনতিতে মোটরসাইকেলের চাকায় শাড়ি পেঁচিয়ে মিতালী সিকদার (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতালী সিকদার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শিমুল সিকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের ছেলে নয়ন সিকদার জানান, সকালে তার মাকে করোনার ভ্যাকসিন দেয়ার জন্য মোটরসাইকেলের পেছনে বসিয়ে উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিয়ে আসেন। ভ্যাকসিন দেয়ার পর বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলের চাকার সাথে শাড়ি পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে তার মা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











